Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

 

০৭নং মঘী ইউনিয়ন পরিষদের ২০১৪ সালের জুলাই মাসের মাসিক সভার কার্যবিবরণী:

সভাপতি       :প্রফেসর মোঃ আব্দুল লতিফ, চেয়ারম্যান, ০৭ নং মঘী ইউপি, মাগুরা সদর,মাগুরা ।

স্থান          :ইউনিয়ন পরিষদ সভা কক্ষ ,তারিখ        :      ১৫/৭/২০১৪খ্রি: ,সময়         :      সকাল ১০.৩০ টা

সভায় উপস্থিত সদস্যবৃন্দ (পরিশিষ্ট‌ “খ”)

       সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন ।সভপতি অদ্যকার সভার কার্যক্রম পরিচালনার জন্য ইউপি সচিব কে অনুরোধ করেন । ইউপি সচিব এ সভার কার্যক্রম পরিচালনা করেন ।সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এবং তা কোন প্রকার সংশোধন ব্যতীত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় । সভায় আলোচ্যসূচী অনুযায়ী নিন্মরুপ আলোচনা ও সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় ।

ক্রমিক নং

আলোচ্য সূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর খাদ্য সাহায্য প্রদানের লক্ষে উপকারভোগীর তালিকা প্রনয়ন ।

সভাপতি সাহেব সভাকে জানান ঈদ-উল ফিতর/২০১৪ উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর খাদ্য সাহায্য প্রদানের লক্ষে ১০০০ টি উপকারভোগীর নামের তালিকা প্রনয়ন করতে হবে । তালিকা প্রনয়নে ভিজিএফ নীতিমালা অনুসরন করতে হবে ।সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের কে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতে বাছায় করে ১২৬৪ টি পরিবারের নাম চুড়ান্ত করার জন্য অনুরোধ করেন ।

সভায় বিস্তারিত আলোচনান্তে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতে বাছায় করে ১০০০ টি পরিবারের নাম সংযুক্ত তালিকা অনুসারে চুড়ান্ত করে অনুমোদন করা হয় । চুড়ান্ত  তালিকা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রেরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান সাহেব কে অনুরোধ করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।

চুড়ান্ত  তালিকা প্রস্তুত  করনের জন্য ইউপি সচিব ।

০২

২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন ।

সভাপতি সাহেব সভাকে জানান ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন করতে হবে ।২২ জন শ্রমিকের নাম ও শ্রমিক সর্দারের নাম চুড়ান্ত করতে হবে । সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের কে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের জন্য অনুরোধ করেন ।

সভায় বিস্তারিত আলোচনান্তে ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা গৃহীত হয় ।

প্রকল্পের নাম:দূর্গাপুর ইউনুচ মিয়ার বাড়ী হতে ঈদগাহ মাঠ ভায়া বারিক মোল্যার বাড়ী পর্যন্ত রাস্তা মাটিদ্বারা সংস্কার ।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি:

১। দিপংকর শিকদার-ইউপি সদস্য ।

শ্রমিকের নামের তালিকা :

সংযুক্ত ছকে ।

সর্দারের নাম:

চুড়ান্ত  তালিকা প্রস্তুত  করনের জন্য ইউপি সচিব ।

 

 

০৩

 

 

 

দূর্গাপুঁজা/২০১২ উদযাপন উপলক্ষে মহল্লাদের পূঁজামন্ডপের আইন-শৃংখলা রক্ষায় দ্বায়িত্ব পালন প্রসংগে।

সভাপতি সাহেব সভাকে জানান শত্রুজিৎপুর ইউনিয়নে ০৮ টি পূঁজা মন্ডপ তৈরী হয়েছে ।আইন-শৃংখলা রক্ষা বাহিনীর পাশাপশি মহল্লাদার দেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাহারা দেবার জন্য দ্বায়ীত্ব প্রদান করতে হবে ।

সভায় বিস্তারিত আলোচনান্তে ইউপি সচিব সাহেব কে প্রতি পূঁজা মন্ডপে ১ জন করে গ্রামপূলিশ কে নিরাপত্তার দ্বায়ীত্ব বন্টন করে দেবার নির্দেশ প্রদান করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।এ ছাড়া প্রতি পূঁজামন্ডপের সভাপতি ও সম্পাদক এবং শুশিল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে দূর্গাপুঁজা/২০১২ উদযাপন উপলক্ষে সভা করার  সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।

চেয়ারম্যান/ইউপি সচিব ।